Frequesntly Asked Questions:
১. বিটকয়েন কি?
উত্তরঃ বিটকয়েন হচ্ছে ইন্টারনেটের মুদ্রা। এটির
বাস্তব কোন অস্তিত্ব নেই। ইন্টারনেটের
মাধ্যমেই এর লেনদেন হয়। জাপানের সাতোশি
নামের এক ব্যক্তি প্রথম এই মুদ্রা ব্যবস্থা চালু
করেন।
২. বিটকয়েন কিভাবে আয় করব?
উত্তরঃ সংক্ষেপে পদ্ধতিহচ্ছে- www.coinbase.com
ওয়েবসাইটে যেয়ে বিটকয়েনওয়ালেট খুলবেন।
সেখান থেকে bitcoin address collect করে save
করবেন। এই address টাই সব ওয়েবসাইটে ব্যবহার
করে বিটকয়েন সংগ্রহকরবেন।নির্দিষ্ট পরিমাণ
বিটকয়েন ওয়েবসাইটে জমা হওয়ার পর সেটি
আপনার ওয়ালেটে চলেযাবে।
৩. কয়েনবেসে২ বা তার বেশি address
দেখাচ্ছে। কোনটি ব্যবহার করব?
উত্তরঃকয়েনবেসে আপনি যতো ইচ্ছা address
বানাতে পারবেন। কিন্তু যে কোন একটি address
সব ওয়েবসাইটে ব্যবহার করবেন। একটি bitcoin
address select করুন এবং তা সংরক্ষন করে রাখুন। এই
একটা address সব যায়গায় ব্যবহার করবেন।
৪. কয়েনবেসে“unauthorized device” লেখা
আসছে কেন?
উত্তরঃ আমিযখন কয়েনবেসে account খুলি তখন
এই সমস্যায় পড়িনি। খুবসম্ভবত আপনার ইমেইল এবং
মোবাইল নাম্বার verify করলেই এইসমস্যা সমাধান
হয়ে যাবে। তবুও ঠিক না হলে screenshot সহ
আমাকেইনবক্সে মেসেজ করবেন।
৫.ওয়েবসাইটে ৫৫০০ সাতোশি হয়েছে এবং আমি
ইমেইল থেকে confirm করেছি। তাহলে কেন
আমার wallet এ বিটকয়েন আসছে না?
উত্তরঃ আপনিইমেইল verify করার পর ২-৩ দিন সময়
লাগবে আপনার wallet এ বিটকয়েন আসতে।
বিটকয়েন আসবেই। আপনি নিশ্চিন্তেকাজ করে
যান। আমি bitcoinaliens এ ২দিন আগে ইমেইল confirm
করেছি। এখনো wallet এ bitcoin আসেনি।
আগেও আমি payment পেয়েছি তাই আমি চিন্তা করছি
না। আপনিও নিশ্চিতায় কাজ করে যান। বিটকয়েন
অবশ্যইপাবেন।
৬.ওয়েবসাইটে অনেক বিটকয়েন জমা হয়েছে
কিন্তু ওয়ালেটে বিটকয়েন আসছে না কেন?
উত্তরঃ কিছুওয়েবসাইটে অটোমেটিক বিটকয়েন
ওয়ালেটে আসে না। এমন সাইটে withdraw অপশন
এ যেয়ে বিটকয়েন withdraw করে নিতে হবে।
৭. বিটকয়েন্cashout করব কিভাবে?
উত্তরঃ www.bitrefill.com এই ওয়েবসাইটে
যেয়েদেখবেন নির্দিষ্ট টাকা রিচার্জ করার জন্য
নির্দিষ্ট পরিমাণ বিটকয়েন প্রয়োজন।
আপনারওয়ালেটে নির্দিষ্ট পরিমাণ বিটকয়েন জমা
হওয়ার পর এই ওয়েবসাইটের মাধ্যমে
মোবাইলেরিচার্জ করে নিতে পারবেন। আপনি
ফেসবুকে Bangladeshi bitcoin এর অনেক গ্রুপ
পাবেন। সেখানে বিটকয়েন কিনতে চায় এমন মানুষ
পাবেন। তাদেরকাছে বিটকয়েন বেচতে
পারবেন। এছাড়া international online shopping website
(example: www.amazon.com ) থেকে বিটকয়েন
দিয়ে শপিং করতে পারবেন। আমি bitcoin cashout
ব্যাপারে আরো details post করব।
এই ৭টিপ্রশ্ন আমাকে বেশি জিজ্ঞাসা করা হয়েছে।
তাই এগুলোর উত্তর দিয়ে দিলাম। এছাড়াও
আরোঅনেক প্রশ্ন করা হচ্ছে যেগুলোর
উত্তর আপনি আমার পোস্ট পড়লে এবং ওয়েবসাইট
ঠিক মতোদেখলে নিজেই উত্তর পেয়ে
যাবেন। যে কোন সাহায্য লাগলে আমাকে
ইনবক্সে জানাবেন।ধন্যবাদ।
Fb ; fb.com/murukko
No comments:
Post a Comment