আসসালামু আলাইকুম । আউটসোর্সিং নিয়ে প্রথম
পোস্ট করছি। প্রথমে আমরা বিটকয়েন নিয়ে কাজ
করব। বিটকয়েন কি সেই ব্যাপারে বিস্তারিত বলছি।
বিটকয়েন হচ্ছে ইন্টারনেটের মুদ্রা। এটির বাস্তব
কোন অস্তিত্ব নেই। ইন্টারনেটের মাধ্যমেই
এর লেনদেন হয়। জাপানের সাতোশি নামের এক
ব্যক্তি প্রথম এই মুদ্রা ব্যবস্থা চালু করেন।
বিটকয়েন আয় করে তা ক্যাশ আউট করা সবচেয়ে
সহজ। আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে টাকা
পেতে পারেন। অথবা কারো কাছে বিটকয়েন
বিক্রি করেও ক্যাশ টাকা পেতে পারেন।
ফেইসবুকে বিটকয়েন কেনার মতো অনেক
লোক পাবেন। অথবা international shopping website
(example: amazon.com ) থেকে বিটকয়েনের
মাধ্যমে শপিং করতে পারবেন। তাই এটা নিয়েই
প্রথমে কাজ করব আমরা।
বিটকয়েন আয় করার ক্ষেত্রে বিভিন্ন
ওয়েবসাইটে captcha fill up,watch advertisement এর
মাধ্যমে আয় করতে পারবেন। কিন্তু ওয়েবসাইটে
আপনাকে বিটকয়েন দিবে না। সাতোশি দিবে।
১০কোটি সাতোশি তে ১ বিটকয়েন হয়। ১
বিটকয়েন সমান ১৮০০০+ বাংলাদেশি টাকা। বিটকয়েন
এর মুল্য প্রতিদিন বাড়ে কমে। কিন্তু ১৮০০০ টাকার
আশে পাশেই মুল্য থাকে। একটি ওয়েবসাইটে
যখন কাজ করবেন তখন মাত্র ৫০০-১০০০ সাতোশি
দিবে। আপনার মনে হতে পারে এভাবে তো ১
বিটকয়েন হতে অনেক সময় লাগবে। চিন্তার কিছু
নাই আমি বিস্তারিত বলছি।
আমরা ৩০-৪০ টা ওয়েবসাইটে কাজ করব। কাজ হচ্ছে
ঘন্টায় ১টা captcha পূরণ করা। কিছু ওয়েবসাইটে ৫
মিনিট পরও পূরণ করতে পারবেন। বিভিন্ন
ওয়েবসাইটে বিভিন্ন সময়ে captcha পূরণ করতে
দেয়। পূরণ করলেই আপনাকে ৫০০-১০০০ বা
আরো বেশি সাতোশি দিবে। কাজ খুব সহজ। একটা
ক্যাপচা পূরণ করতে ৫ সেকেন্ডের বেশি লাগবে
না। [ ক্যাপচা হচ্ছে একটি word দাওয়া থাকবে সেটি
দেখে লিখতে হবে।]
কথা গুলো শুনে কঠিন মনে হতে পারে। কিন্তু
কাজ শুরু করলেই বুঝবেন কতো সহজ কাজ। যেই
ওয়েবসাইট সাতোশি দেয় তাকে ফসেট বলে।
গুগলে সার্চ করে লাখের উপর ফসেট পাবেন।
কিন্তু সব ফসেট টাকা দিবে না। আমি ১০০০ এর উপর
ফসেটে কাজ করেছি। আয় করেছি মাত্র ৩০-৪০ টা
থেকেই। এগুলোই আপনাদের সাথে শেয়ার
করব। গুগলে সার্চ দিয়ে কোন ফসেটে কাজ করা
শুরু করবেন না। আমি ফসেট নাম বলে দিব।
আপনার মনে হতে পারে ফসেট গুলো বিটকয়েন
দিয়ে লাভ কি! ওদের অনেক লাভ আছে।
ফসেটে অনেক বিজ্ঞাপন থাকে যার মাধ্যমে ওরা
আয় করে। আয়ের সামান্য কিছু আপনাকে সাতোশি
হিসেবে দেয়।
এটি একটি বিশ্বাসযোগ্য পথ। আমি নিজে বিটকয়েন
দিয়ে মোবাইল রিচার্জ এবং বিটকয়েন বিক্রি করে
ক্যাশ টাকা পেয়েছি। তাই নিশ্চিন্তে কাজ করতে
পারেন। আর আপনাকে তো কিছু invest করতে
হচ্ছে না,কাজ ও জানা লাগছে না। শুধু ক্যাপচা পূরণ এবং
বিজ্ঞাপন দেখেই আয় করতে পারছেন।
বিটকয়েন আয় করার জন্য নির্দিষ্ট কোন সময়
নেই। আপনার যখন সুবিধা হয় ফসেটে ঢুকে
সাতোশি আয় করতে পারবেন। মোবাইল দিয়েও
এই কাজ করতে পারবেন।
এই পোস্টে বিটকয়েন ব্যাপারে ধারনা দিলাম।
Thursday, June 4, 2015
Bitcoin earn part 1
Tags
# free bitcoin
# how to earn bitcoin
# what is bitcoin
About Darkk Sabbir
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
what is bitcoin
Labels:
free bitcoin,
how to earn bitcoin,
what is bitcoin
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment