[Good News]এখন হতে বাংলা কনটেন্ট সাপোর্ট করবে গুগল এডসেন্স - Darkk Blog

Wednesday, September 27, 2017

[Good News]এখন হতে বাংলা কনটেন্ট সাপোর্ট করবে গুগল এডসেন্স

আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি সুখবর।আমরা অনেকে বাংলা ব্লগ লিখি।অনেকে রয়েছে যাদের ব্লগে
ভালো মানের কনটেন্ট এবং ট্রাফিক রয়েছে।কিন্তু গুগল এডসেন্স বাংলা কনটেন্ট সাপোর্ট করতনা। অপেক্ষার পালা শেষ।এখন গুগল এডসেন্স বাংলা কনটেন্ট সাপোর্ট করবে।ব্লগিং করে আপনারা খুব ভালো মানেরই টাকা আয় করতে পারেন।আপনি যে জিনিসে অভিজ্ঞ।সে সম্পর্কিত লিখালিখি করতে পারেন।এর জন্য যারা এখনও নতুন এবং শুরু করতে চাচ্ছেন,তাদের জন্য ভালো প্ল্যাটফর্ম হতে পারে blgspot.com.এখানে ফ্রীতে একাউন্ট খুলে ব্লগিং শুরু করতে পারেন।তবে হ্যা ভুলেও অন্যের কপি পোস্ট করতে যাবেন না।তাহলে ব্যান খাবেন এডসেন্স থেকে।এখান থেকে আপনি খুটিনাটি বিষয়গুলো জেনে একটু অভিজ্ঞ হয়ে প্রফেশনাল লেভেলে যেতে আপনি হোস্টিং ডোমেইন কিনে ব্লগিং করে ভালোই টাকা আয় করতে পারবেন।আর সবচেয়ে বড় সুখবর তো দিয়েই দিলাম।সবাই ভালো থাকবেন।

No comments:

Post a Comment