মার্কিন সেনাবাহিনীর ওয়েবসাইট হ্যাকড - Darkk Blog

Tuesday, June 9, 2015

মার্কিন সেনাবাহিনীর ওয়েবসাইট হ্যাকড

হ্যাকিংয়ের শিকার হয়েছে মার্কিন সেনাবাহিনী
নিয়ন্ত্রিত ওয়েবসাইট army.mil। হ্যাকিংয়ের ঘটনা
আবিষ্কারের পর সাইটটি আপাতত বন্ধ
রেখেছে মার্কিন সেনাবাহিনী।
বিবিসি জানিয়েছে, হ্যাকিংয়ের খবর নিশ্চিত
করেছে মার্কিন সেনাবাহিনী। ডেটা ফাঁস
হওয়া ঠেকাতেই ওয়েবসাইটটি বন্ধ করে
দেওয়া হয়েছে বলে জানিয়েছে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর উপর ওই
সাইবার আক্রমণের ‘কৃতিত্ব’ দাবি করেছে
দ্য সিরিয়ান ইলেকট্রনিক আর্মি। সিরিয়ার
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক
হিসেবে পরিচিত হ্যাকারদের ওই সংগঠনটি।
সোমবার মার্কিন সেনাবাহিনীর
জনসংযোগ প্রধান ব্রিগ্রেডিয়ার
জেনারেল ম্যালকম ব্রিগস বলেন,
“সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ডেটা ফাঁস হওয়া
ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ
নিয়েছে। অস্থায়ীভাবে বন্ধ করে
দেওয়া হয়েছে সাইটটি।”
সাইবার আক্রমণের শিকার হয়ে
অস্থায়ীভাবে ইউটিউব ও টুইটার অ্যাকাউন্ট
বন্ধ করে দেওয়ার পাঁচ মাসের মাথায় আবার
সাইবার আক্রমণের শিকার হয়ে বিব্রতকর
অবস্থায় পরলো মার্কিন সেনাবাহিনী।

No comments:

Post a Comment