বিটকয়েন কিভাবে আয় করবেন সেটা নিয়ে
আগেরপোস্টে বিস্তারিত লেখা হয়েছে। এখন
বিটকয়েন কিভাবে cashout করবেন সেটা
নিয়েলিখছি।
১. মোবাইলে রিচার্জের মাধ্যমেঃ এটা
সবচেয়েসহজ cashout পদ্ধতি।
প্রথমে https://www.bitrefill.com/bangladesh/ এ
যেয়ে সিম সিলেক্ট করেন।তারপরে নিউ
পেজে আপনার নাম্বার দিয়ে check করে নিন
(অবশ্যই নাম্বারের শুরুতে 88 বা ৮৮ দিবেন) । এর
পরে আপনার মেইল এড্রেস চাইবে। মেইল
এড্রেস দিয়ে বাম পাশ থেকে এমাউন্ট সিলেক্ট
করে পে উইথ বিটকয়েন দিন।
নেক্সট পেজে একটা বিটকয়েন এড্রেস
দিবে এবং কতো পাঠাতে হবে সেটাও বলা
থাকবে।
আর আপনি ঐ এড্রেস এ কয়েন পাঠানোর
সাথে সাথেই রিসিভ করবে প্রত্যেক বার অর্ডার
করলে বেধে দাওয়া হয় ১৪মিনিট।
ওই টাইমের মধ্যে সেন্ড করতে হবে।
বিটকয়েন সেন্ড করার জন্য আপনার
কয়েনবেস ওয়ালেট থেকে “send” click করে
“bitcoin address” (যেটা বিট্রিফিল ওয়েবসাইট
থেকে আপনাকে দাওয়া হয়েছে) and “bitcoin
amount” দিয়ে বিটকয়েন পাঠিয়ে দিবেন।
ওয়েবসাইট বিটকয়েন রিসিভ করলেই আপনার
মোবাইলে রিচার্জ হয়ে যাবে।
২. অনলাইনে বিটকয়েন বিক্রিকরাঃ ফেসবুক এবং
অন্যান্য ওয়েবসাইটে বিটকয়েন কেনার মতো
মানুষ পাবেন। তারা বিটকয়েনকিনে onlineshopping এ
ব্যবহার করে থাকেন। আপনিতাদের কাছে
বিটকয়েক বিক্রি করে cash money পেতেপারেন।
ছোট amount বিক্রি করার ক্ষেত্রে bkash
এরমাধ্যমেই deal করতে পারেন। কিন্তু বড় amount
বিক্রি করার জন্য মুখোমুখি deal করাই ভালো।
৩. অনলাইনে শপিং করাঃ www.amazon.com
www.alibaba.com ইত্যাদি অনলাইন international shopping
site থেকে বিটকয়েনের মাধ্যমে শপিং করতে
পারবেন। এক্ষেত্রেশিপিং হতে কিছু সময় লাগবে।
ঠিক মতো order করতেপারলে আপনি কিছুদিন এর
মধ্যেই আপনার product পেয়ে যাবেন।
এই ছিল bitcoin cashout পদ্ধতি।
Friday, June 5, 2015
Home
about bitcoin bangla
bangla bitcoin tutorial
cashout bitcoin
Faq bitcoin
free bitcoin
how to earn bitcoin
how to earn from Internet
Bitcoin Earn Part 4 cashout
Bitcoin Earn Part 4 cashout
Tags
# about bitcoin bangla
# bangla bitcoin tutorial
# cashout bitcoin
# Faq bitcoin
# free bitcoin
# how to earn bitcoin
# how to earn from Internet
About Darkk Sabbir
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
how to earn from Internet
Labels:
about bitcoin bangla,
bangla bitcoin tutorial,
cashout bitcoin,
Faq bitcoin,
free bitcoin,
how to earn bitcoin,
how to earn from Internet
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment